মোঃ জুয়েল উদ্দিন, নোয়খালী প্রতিনিধিঃ
দীর্ঘ শ্বাস ফেলেও যেন নোয়াখালীবাসি আশার আলো যোগাতে পাচ্ছিলোনা যুগ থেকে যুগ যুগান্তরে। নোয়াখালীতে ৪০০ বেডে আব্দুল মালেক মেডিকেল কলেজ বদ্ধিতকরন, বাংলাদেশের তৃতীয় শিল্প নগরী নোয়াখালী চৌমুহনীতে ফ্লাইওভারসহ ফুট অবার বীরিজ, সোনাপুর থেকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাঠ পযর্ন্ত রেল লাইনসহ উক্ত ঘাটে ফেরি স্থাপন, বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সুন্দর নীলাভূমি
হাতিয়ার অপরূপা নিঝুম দ্বীপকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নতিকরন, হাতিয়ার নদী ভাঙ্গন রোধ, হাতিয়াতে বৈদ্যুতিক লাইন স্থাপন, নোয়াখালীতে পুলিশ ক্যাডেট স্কুল স্থাপন, সরকারি কারিগর স্কুল ও কলেজ স্থাপনসহ নোয়াখালী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়করন, নোয়াখালীর প্রায় ২৭ লক্ষ জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে আইসিউসহ স্বাস্থ্য সেবা উন্নতিকরন ইত্যাদি দাবিগুলো পূরণের জোরালো আবেদন ছিল অবধারিত আছে। উপরোক্ত দাবিগুলোর মধ্যে কিছু মাত্র দাবি নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য জননেতা জনাব একরামুল করিম চৌধুরীর সাহেব মহোদয় ও জেলা প্রশাসক তন্ময় দাস মহোদয়দের
সার্বিক সহযোগিতায় এবং নোয়াখালীর প্রাণপ্রিয় নেতা সংসদ সদস্য যোগাযোগ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয়সহ অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তি মহোদয়দের পূর্ণ সহযোগিতায় নোয়াখালীর জনগন অনেকংশ দাবি পূরণ হতে যাচ্ছে এবং নোয়াখালীর সাধারণ জনগণের বক্তব্য উল্লেখিত ব্যক্তি মহোদয়দের পূর্ণ সহযোগিতায় নতুন উন্মোচনের আমরা পেতে পারি রোল মডেল নোয়াখালী।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics