আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল সীমান্তের আখাউড়া উপজেলার চিহ্নিত মাদক কারবারি কাপ্তান ভূঁইয়াকে (৪০) কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাস ভবনে অভিযান চালিয়ে আখাউড়া থানা পুলিশ তাকে আটক করে।
কাপ্তান আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা। ছোটকুড়িপাইকা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ মিয়ার ছেলে।
পুলিশের অভিযোগ, মাদক মামলার অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাপ্তানকে আটক করতে গেলে তার নেতৃত্ব চোরাকারবারিরা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহম্মদ নিজামী বলেন, কাপ্তান পুলিশের তালিকাভুক্ত ও উপজেলা চিহ্নিত শীর্ষ মাদক চোরাকারবারি। তাকে আটকের পর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics