মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তি পাগল জনতা ও দেশ প্রেমিকরা নাসিরনগর থেকে বিতারিত করেন পাক হানাদারদের। এই দিনে নাসিরনগরের আকাশে উড়ছিল লাল সবুজের পতাকা। নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষ স্বরণীয়। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাক হানাদার বাহিনি দেশিয় রাজাকার, আলবদর, আল সামসদের সহায়তা উপজেলার বেশ কিছু গ্রামে অগ্নিসংযোগ, লুঠপাট, সহ নারকীয় তান্ডব চালায়। পাক হানাদার বাহিনির অমানবিক নির্যাতনের ফলে বহু লোক নিহত ও আহত হয়। মুক্তিযোদ্ধা ও দেশ প্রেমিক সংগ্রামি জনতা পাক বাহিনির বিরুদ্ধে র্দীঘ ৯ মাস লড়াই করে ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্রেুাগানে মুখরিত করে এলাকায় প্রবেশ করে।মুক্তিযোদ্ধাদের কন্ঠে কন্ঠ মিলিয়ে মুক্তির উল্লাসে মেতে উঠে সর্বস্থরের জনতা। মুক্তি বাহিনি ও মিত্র বাহিনিরা এগিয়ে যায় সদরের দিকে। নাসিরনগর থানা অভ্যন্তরে সে দিন স্বাধীন বাংলার আকাশে লাল সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিনে নাসিরনগরকে পাক হানাদার বাহিনি মুক্ত করা হয়। মুক্তিযোদ্ধের বীর সেনানীদের স্মৃতি ধরে রাখার জন্য ২০০৮ সালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌদের নির্মাণ কাজ সম্পন্ন হলেও শহিদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সঠিক নামের তালিকা সম্পন্ন না হওয়ায় স্মৃতি সৌদটি আজও উদ্ভোধন করা সম্ভব হয়নি বলে জনা গেছে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics