মোঃ মিজানুর রহমান নিঝুম,আশুগঞ্জ থেকে ফিরে:কবরস্থানের পরিষ্কার পরিচর্যায় একজন ডাক্তার সাইফুল ইসলাম। তিনি পেশায় একজন চিকিৎসক। বাংলাদেশ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের ডাক্তার ও আশুগঞ্জের মেডিল্যাব হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক । আশুগঞ্জ ও ঢাকায় দুই স্থানেই চিকিৎসা সেবা দিচ্ছেন তিনি। তাই সবসময় ব্যাস্ত সময় পার করতে হয় তার। কিন্তু এত ব্যস্ততার মাঝেও তার নিজ এলাকা আশুগঞ্জের একটি কবরস্থানকে নিয়মিত পরিচর্যা ও পরিষ্কার করেন তিনি। এটি হলো আশুগঞ্জের রেলগেট এলাকার কবরস্থান। যেখানে শায়িত আছেন ডাক্তার সাইফুল ইসলামের পিতাসহ আশুগঞ্জের বিশিষ্ট মুরুব্বীগণ। ডাক্তার সাইফুল ইসলাম প্রতিমাসে একবার হলেও কবরস্থানটি বিভিন্ন আগাছা নিজ হাতে কেটে পরিষ্কার করেন। এসময় তার সাথে তার প্রতিষ্ঠান মেডিল্যাব হাসপাতালের কর্তৃপক্ষরা এই কাজে অংশ নেন। এভাবে তিনি গত কয়েক বছর দরেই এই কাজ করে যাচ্ছেন। ডাক্তার সাইফুল ইসলাম আশুগঞ্জের সোনারামপুর গ্রামের মৃত হাজী সুলতান আহমেদের ছেলে। ডাক্তার সাইফুল ইসলাম বলেন কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার সবার দায়িত্ব তাতে কবরস্থানের পরিবেশটা সুন্দর থাকে । এছারা এর মাধ্যমে কবরস্থানের মরহুমদের প্রতি শ্রদ্ধা দেখানো হয়।আমরা ও একদিন এই কবরে যেতে হবে। ডাক্তার সাইফুলের ইসলাম এই সাথে মেডিল্যাব হসপিটালের কর্তৃপক্ষ জনাব তারেকুল ইসলাম ,জনাব তুহিন মুন্সি, জনাব টুটুল আহমেদ, জনাব সাইফুল ইসলাম রানা, জনাব রফিকুল ইসলাম, জনাব শহীদুল্লাহ প্রধান, জনাব কবির আহমেদ ও শফিকুল ইসলাম বকুলসহ আরো অনেকেই। তাদের কাজে উৎসাহিত হয়ে এলাকাবাসী হাত দেন। তারা আশুগঞ্জ রেলগেট কবরস্থানের সার্বিক তত্ত্বাবধান ও এর আগাছা নির্মূলে ভূমিকা রাখছেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics