মো:কাউছার মিয়া,আশুগঞ্জ থেকে : ব্রাহ্মণবাড়িয়ার
আশুগঞ্জে গর্ভবতী মায়ের মৃত্যু । আজ শুক্রবার দুপুর ২ ঘটিকায় উপজেলা আশুগঞ্জে মৈশাইর গ্রামের মশার বাড়ির মাসুদ রানার স্ত্রী আমেনা বেগম (২৯) নামে এক গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে। গত দুইদিন যাবত উনার ডেলিভারি ব্যথা হয়েছিল। আজ দুপুরে উনার ব্যাথা বেড়ে গেলে হসপিটালে নিয়ে আসার পথে উনি মৃত্যুবরণ করেন। উনার এক ছেলে ও দুই মেয়ে আছে। আশুগঞ্জ মেডিল্যাব হসপিটালের ডাঃ মনিরুল ইসলাম উনার উনার মৃত্যু ঘোষণা করেন। সাথে মায়ের গর্ভে থাকা বাচ্চাটিও মারা যায়।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics