মো: কাউছার আহমেদ, আশুগঞ্জ থেকে: ব্রাহ্মনবাড়িয়া আশুগঞ্জ সোহাগপুর রাইটার্স বাস ও মটরসাইকেল মুখামুখি নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৭ টার সময় আশুগঞ্জ সোহাগপুর বাসস্ট্যান্ডে রাইটার্স কোম্পানির বাস এবং মোটর সাইকেল সংঘর্ষ হয়। এতে মোঃআল মামুন(৩০) নামে এক ব্যবসায়িক নিহত হয়। তিনি কিশুরগঞ্জ জেলার ভৈরব,চানপুর গ্রামের মোঃআব্দুর সাত্তার মিয়ার ছেলে। জানা যায়, তিনি ভৈরব থেকে বাহাদুরপুর ব্যবসার কাজে যাওয়ার সময় এ ঘটনা ঘটে । নিহত আল মামুনকে নিজ বাড়ি চানপুরে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics