সময়কাল ডেস্ক :ভ্রমণ থেকে ফেরার পথে গিরিখাদে পড়ে ইন্দোনেশিয়ায় স্কুলছাত্রদের একটি বাসের ২৭ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার রাতে জাভা দ্বীপে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার এক বিবৃতিতে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি গিরিখাদে পড়ে যায়।
বাসটিতে করে স্কুলের শিক্ষার্থী এবং তাদের কয়েকজন অভিভাবক ভ্রমণ থেকে ফিরছিলেন বলে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় ৩৯ জন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের সন্ধানের চেষ্টা করছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা সুপ্রিয়ানো জানান, ঘটনার পর সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কী কারণে বাসটি গিরিখাদে পড়ে গেছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics