সময়কাল নিউজ ডেস্ক :লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননে ইরসাইলি যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাfব দেবে হিজবুল্লাহ।
তিনি বলেন, তার সংগঠন যুদ্ধ চায় না কিন্তু কেউ যুদ্ধের উসকানি দিলে তাকে ছাড়া হবে না।গত বৃহস্পতিবার ইসরাইলের বিমান হামলা নিয়ে হিজবুল্লাহর মহাসচিব এসব কথা বলেন। খবর আল জাজিরার।
২০০৬ সালের ৩৩ দিনব্যাপী যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি হিজবুল্লাহর যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে এ বক্তব্য দেন।
ওই যুদ্ধের দীর্ঘ ১৫ বছর পর গত বৃহস্পতিবার দখলদার ইসরাইল দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে বিমান হামলা চালায়। ইসরাইলি বিমান থেকে নিক্ষিপ্ত ফসফরাস বোমার আগুনে লেবাননের ফসলের ক্ষেত পুড়ে গেছে।
নাসরুল্লাহ তার ভাষণে বলেন, হিজবুল্লাহ যোদ্ধারা যেমন ইহুদিবাদী শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত তেমনি তাদের অস্ত্রভাণ্ডারও অত্যাধুনিক সমরাস্ত্রে সমৃদ্ধ।
তিনি বলেন, ১৫ বছর আগের তুলনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন অনেক বেশি সমৃদ্ধ এবং এই সংগঠনের কাছে এমন বহু ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।
নাসরুল্লাহ বলেন, ২০০৬ সালের পর গত ১৫ বছরে তেলআবিব লেবাননের মাটিতে হামলা চালানোর দুঃসাহস দেখায়নি। তার সংগঠনের সামরিক শক্তিই এতদিন ইসরাইলকে লেবাননে হামলা চালানো থেকে বিরত রেখেছে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং মধ্যপ্রাচ্যে প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শক্তি বেড়ে যাওয়ায় দখলদার ইসরাইল নিজের অবৈধ অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে।
নাসরুল্লাহ ইসরাইলকে হুশিয়ার করে বলেন, ইহুদিবাদীরা যদি নিজেদের বিপদ ডেকে আনতে না চান, তা হলে তারা যেন লেবাননে হামলা চালানো থেকে বিরত থাকে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics