সময়কাল নিউজ
সময়কাল নিউজ

উত্তরাঞ্চলে সূর্যের দেখা মিলেছে, কমেছে তাপমাত্রা

সময়কাল ডেস্ক :
উত্তরাঞ্চলে অবশেষে সকালে দেখা মিলেছে সূর্যের। কুয়াশামুক্ত হয়ে ঝলমলে রোদ উঠেছে।

গত কয়েক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কিন্তু প্রতিদিন কমছে তাপমাত্রা।

রাজশাহীতে মঙ্গলবার সকাল ৮টার দিকে ঝলমলে রোদ ওঠে। মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি থাকা তাপমাত্রার কারণে বেকায়দায় পড়েছেন শ্রমজীবীরা। খুব ভোরে কাজের সন্ধানে বের হয়ে এসব মানুষ অনেক কষ্টের মধ্যে পড়ছেন। এ ছাড়া নিম্নআয়ের সাধারণ মানুষ গরম পোশাকের অভাবে শীত নিবারণ করতে পারছেন না। শিশু ও বৃদ্ধ বয়সের মানুষ আরও কষ্টের মধ্যে রয়েছেন।

তবে রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, তাপমাত্রা আরও কমবে। ফলে শীত আরও বাড়বে। রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমবে। আকাশ মেঘমুক্ত থাকলে তাপমাত্রা কমে। আর তাপমাত্রা কমলে শীতও বাড়বে। রাজশাহীতে এবার তাপমাত্রা সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল গত ২৯ ডিসেম্বর।

সময়কাল নিউজ