সময়কাল নিউজ ডেস্ক : গত একদিনে সারা দেশে রেকর্ড সংখ্যক ১৯৪ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় শুধু রাজধানীতেই ১৮১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন রোগী।
বর্তমানে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬৪২ জন রোগী ভর্তি হয়েছেন।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬১৮ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২৪ জন রোগী।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ২ হাজার ২৯২ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৪৬জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics