সময়কাল নিউজ
সময়কাল নিউজ

একে একে মিলল ২৯ লাশ, নিখোঁজ অনেকে

সময়কাল ডেস্ক :স্বজনদের গগন বিদারী কান্না-আহাজারি আর শ্বাসরুদ্ধর ১৯ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত শিশু ও নারীসহ মোট ২৯টি লাশ উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী দুর্ঘটনায় মোট নিখোঁজের সংখ্যা ছিল ৩৫ জন। তবে ডুবে যাওয়া লঞ্চটিতে ৪৬ জন যাত্রী ছিল বলে যে তথ্য বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির তরফ থেকে দেয়া হয়েছিল সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ পোষণ করেছেন কয়েকজন বেঁচে যাওয়া যাত্রী।

তাদের ভাষ্য মতে, লঞ্চটিতে শিশুসহ একশোর কাছাকাছি যাত্রী ছিল। যদিও সরকারী নির্দেশনা অনুযায়ী ছোট্ট ওই লঞ্চটিতে এত সংখ্যক যাত্রী উঠানো ছিল আইন পরিপন্থী।

এদিকে যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেয়া সেই কোস্টার জাহাজটিকে এখনও পর্যন্ত আটক বা এর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এদিকে সোমবার বিকাল ৫টার দিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। তিনি জানান, বৈরি আবহাওয়ার জন্য রোববার রাতে উদ্ধার অভিযান ব্যাহত হলেও সোমবার ভোর থেকে অভিযান চলে পুরো দমে।

তিনি সোমবার সন্ধ্যায় জানিয়েছেন, সর্বশেষ ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বেশির ভাগ লাশের স্বজনরাই পাশের জেলা মুন্সিগঞ্জের। প্রতি লাশের স্বজনদের জন্য নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে এবং লাশ পরিবহনের জন্য সহায়তা করা হচ্ছে।

এদিকে উদ্ধার অভিযান সরকারীভাবে শেষ হলেও স্থানীয় পর্যায়ে নিখোঁজের স্বজনরা সেখানে ট্রলার, নৌকা নিয়ে অভিযান চালাতে থাকেন। আকাশে র‌্যাবের হেলিকপ্টার দিয়েও বিকাল থেকে ঘটনাস্থল ও আশপাশে টহল দিতে দেখা গেছে।

জেলা প্রশাসনের তালিকায় মোট ৩৫ জন নিখোঁজ যাত্রীর তালিকা ছিল বলে জানা গেছে। তার মধ্যে ২৯টি লাশ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। তারা হলেন- মুন্সিগঞ্জ সদরের নুড়াইতলী এলাকার মুখলেছের মেয়ে রুনা আক্তার (২৪), মোল্লাকান্দি চৌদ্দমোড়া এলাকার সমর আলী বেপারীর পুত্র সোলেমান বেপারী (৬০) ও তার স্ত্রী বেবী বেগম (৫৫), মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০), তার ছেলে পুত্র বিকাশ সাহা (২২), উত্তর চর মসুরা এলাকার অলিউল্লাহর স্ত্রী পখিনা (৪৫), একই এলাকার আরিফের স্ত্রী বিথি (১৮) ও তার মেয়ে আরিফা (১), মুন্সিগঞ্জ সদরের প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫০), মোল্লাকান্দি চর কিশোরগঞ্জের শামসুদ্দিন (৯০) ও তার স্ত্রী রেহেনা বেগম (৬৫), উজিরপুরের খায়রুল হাওলাদারের পুত্র হাফিজুর রহমান (২৪) এবং তার স্ত্রী তাহমিনা (২০) ও পুত্র আব্দুলাহ (১), দক্ষিণ কেওয়ার দেবীন্দ্র চন্দ্র দাসের পুত্র নারায়ণ দাস (৬৫) ও তার স্ত্রী পার্বতী রানী দাস (৪৫), বন্দরের কামরুজ্জামানের শিশু পুত্র আজমীর (২), মুন্সিগঞ্জ সদরের রিকাবিবাজার নূরপুর এলাকার মুশকে আলম মৃধার পুত্র শাহআলম মৃধা (৫৫), রতন পাতরের স্ত্রী মহারানী (৩৭), ঢাকার শনিরআখড়া এলাকার রশিদ হাওলাদারের পুত্র আনোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী মাকসুদা বেগম (৩০), মাকসুদার মেয়ে মানসুরা (৭), নোয়াগাঁও পূর্বপাড়া এলাকার মিঠুনের স্ত্রী ছাউদা আক্তার লতা (১৮), লতার ছোট বোন সাদিয়া (১১), নড়িয়া শরিয়তপুর জেলার মৃত নুরনবী শেখের ছেলে আব্দুল খালেক (৭০), বরিশালের স্বরুপকাঠি এলাকার খাদিজা বেগম (৫০), ঝালকাঠির কাঁঠালিয়া এলাকার জিবু (১৩), বন্দরের সেলসারদী এলাকার নুরু মিয়ার ছেলে মো. নয়ন (২৯) এবং দোলা বেগম (৩৪)।সূত্র যুগান্তর

সময়কাল নিউজ