সময়কাল নিউজ
সময়কাল নিউজ

এডঃ আব্বাস স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডঃ মোহাম্মদ আব্বাস উদ্দিন বিনা প্রতিযোগিতায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে।
জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ে গত ১১ ডিসেস্বর ম্যানেজিং কমিটির নির্বাচনে ৬ জন পুরুষ ও ২ জন মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অংশ নেয়। তাদের মধ্যে অভিভাবকের ভোটের মাধ্যমে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা সদস্য নির্বাচিত হয়। আজ ১৫ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অফিস কক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বিদ্যালয়ের সভাপতি নির্বাচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডঃ মোহাম্মদ আব্বাস উদ্দিন বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম। উক্ত নির্বাচনের সময় উপস্থিত ছিলেন, দাতা সদস্য এডঃ মোঃ মাহফুজ মিয়া, অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ জাহের মিয়া, মোঃ আলমগীর মিয়া, মোঃ মাহফুজ মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য কুলছুমা আক্তার, মহিলা শিক্ষক শিউলী আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ।
সুজিত কুমার চক্রবর্তী

সময়কাল নিউজ