সময়কাল ডেস্ক : বিজয়নগরে এশিয়ান টিভির প্রতিস্টা বার্ষিকীতে প্রধান অতিথির ভাষনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম ইয়াসির আরাফাত বলেন,সাংবাদিরা সমাজের দর্পণ তারা সমাজের সবকিছু দেশ বাসীর কাছে তুলে ধরে। আর এশিয়ান টিভি প্রতিস্টার পর থেকেই বাঙ্গালীর স্বাধিনতার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করছে এবং বস্তুনিস্ট সংবাদ পরিবেশন করছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবুর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির দেশ সেরা প্রতিনিধি সারুয়ার হাজারী পলাশ।
সহকারী কমিশনার ভুমি মো,মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা খিজির আহমেদ, উপ পরিদর্শক হাসান আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা আফরিন,মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভুমিক, ফ্রন্টিয়ার সম্পাদক উমর খান, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, হোসাইন মোহাম্মদ দুলাল, ইসহাক সরকার,সাংবাদিক শাহিন,তানভীর অমিদ রাজিব,অপুর্ব দেব প্রমুখ।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics