সময়কাল ডেস্ক :মহামারি করোনার কারণে শেষ পর্যন্ত এশিয়া কাপ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
গত বছর শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। ২০১৮ সালে শেষবার ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করলেও গত বছর করোনার কারণে পিছিয়ে আনা হয় এই বছরের জুনে। তবে এ বছরের জুনেও হচ্ছে না এশিয়া কাপ।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, করোনাভাইরাসের কারণে এমনিতেই বন্ধ ছিল ক্রিকেট। তার উপর আগামী দুই বছর ঠাসা সূচি রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট দলগুলোর।
তবে কী এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা একবারেই নেই- এমন প্রশ্নের জবাবে অ্যাশলে ডি সিলভা বলেন, আন্তর্জাতিক দলগুলোর ব্যস্ত সূচির কারণে ২০২৩ বিশ্বকাপের পর এশিয়া কাপ আয়োজন করা হতে পারে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics