সময়কাল ডেস্কঃ সরকার অনুমোদিত অভিযান এর চেয়ারম্যান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইট টাইমস২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক, এশিয়ান এইজ ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি, স্বনামধন্য লেখক মোঃ সারুয়ার হাজারী এশিয়ান টিভিতে বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি হিসেবে গতকাল রবিবার সকাল ১০ টার সময় যোগদান করায় অভিযান এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন উক্ত সংস্থার পরিচালক প্রশাসন সাংবাদিক কাজী শরীফ উদ্দিন
। এক বিবৃতিতে তিনি বলেন সাংবাদিক সারুয়ার হাজারী তিনি শুধু সাংবাদিক নন, একজন ইংরেজি প্রভাষক ও বটে । আমরা অভিযান পরিবার আজ খুব আনন্দিত। আমরা তার কর্মদক্ষতাকে সম্মান করি । তার কর্মজীবন সুন্দর ও সফল হোক ।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics