সময়কাল নিউজ
সময়কাল নিউজ

এ‌শিয়ান টি‌ভি‌তে নি‌য়োগ পাওয়ায়, সারুয়ার হাজারীকে অ‌ভিযান এর পক্ষ থে‌কে সাংবা‌দিক শরীফ উ‌দ্দি‌নের শু‌ভেচ্ছা

সময়কাল ডেস্কঃ সরকার অনু‌মো‌দিত অ‌ভিযান এর চেয়ারম‌্যান, জন‌প্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইট টাইমস২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক, এ‌শিয়ান এইজ ও দৈ‌নিক ভো‌রের ডা‌কের প্রতি‌নি‌ধি, স্বনামধন‌্য লেখক মোঃ সারুয়ার হাজারী এ‌শিয়ান টি‌ভি‌তে বিজয়নগর (ব্রাহ্মণবা‌ড়িয়া ) প্রতি‌নি‌ধি হি‌সে‌বে গতকাল র‌বিবার সকাল ১০ টার সময় যোগদান করায় অ‌ভিযান এর পক্ষ থে‌কে শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জ্ঞাপন ক‌রে‌ছেন উক্ত সংস্থার প‌রিচালক প্রশাসন সাংবা‌দিক কাজী শরীফ উ‌দ্দিন
। এক বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লেন সাংবা‌দিক সারুয়ার হাজারী তি‌নি শুধু সাংবা‌দিক নন, একজন ইংরে‌জি প্রভাষক ও ব‌টে । আমরা অ‌ভিযান প‌রিবার আজ খুব আন‌ন্দিত। আমরা তার কর্মদক্ষতা‌কে সম্মান ক‌রি । তার কর্মজীবন সুন্দর ও সফল হোক ।

সময়কাল নিউজ