প্রথম দেখায় থমকে যেতে হবে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আসল বিষয়টি বুঝে আসবে। তবে তখনও অবাক লাগা কাজ করবে ভেতরে ভেতরে। কারণ যাকে দেখলেন তিনি অভিনেত্রী জয়া আহসান নয়। তবে হুবহু জয়ার মতোই।
সম্প্রতি জয়া তার ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি শেয়ার করেছেন। যেখানে জয়ার পাশে বসে রয়েছেন এক মেয়ে। যিনি দেখতে হুবহু জয়ার মতোই!
এবিষয়ে জয়া বলেন, ‘সে আমার বড় বোন কান্তা করিম। আমার বন্ধুও সে। সময় পেলেই ওর সঙ্গে আড্ডবাজিতে মেতে উঠি।’
এদিকে জয়া আহসান অভিনীত ‘রবিবার’ চলছে বাংলাদেশের হলে। এতে প্রসেৎজিতের বিপরীতে দেখা যাচ্ছে জয়াকে। এ জুটির এটিই প্রথম ছবি। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেয়েছে ছবিটি।
বাংলাদেশের চেয়ে কলকাতাতেই এখন ব্যস্ত জয়া আহসান। কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল থেকে শুরু করে অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। এদিকে বাংলাদেশে তার অভিনীত ‘বিউটি সার্কাস’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics