সময়কাল ডেস্ক :ভারতে করোনাভাইরাস ঊর্ধ্বমুখী হওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
আইপিএল স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান ও রাজস্থান রয়েলসের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
দেশে ফিরে সাকিব উঠেছেন গুলশানের একটি হোটেলে আর মোস্তাফিজ উঠেছেন কারওয়ান বাজারের একটি পাঁচতারকা হোটেলে। সেখানেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন তারা।
শুক্রবার করোনা টেস্টের নমুনা দেন সাকিব আল হাসান। তার ফল হাতে পেয়েছেন শনিবার। আর শনিবার নমুনা দেন মোস্তাফিজ। তার টেস্টের ফল রোববার পাওয়া যেতে পারে।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী জানান, শুক্রবার সাকিবের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। আজ যে ফল হাতে পেয়েছি, সেখানে নেগেটিভ এসেছে। আর মোস্তাফিজের নমুনা আজকে নেয়া হয়েছে, আগামীকাল ফল পাওয়া যেতে পারে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics