লিটন পাঠান মাধবপুর থেকে । হবিগঞ্জের মাধবপুরে এই প্রথম এক মহিলার করোনা পজেটিভ সনাক্ত হয়েছে সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গিলাতলী গ্রামের বাসিন্দা সনাক্ত হওয়া মহিলা কে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে তার বাড়ী টি কে লকডাউন করা হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন, জানান গত (১৯.এপ্রিল) ওই মহিলার নমুনা সংগ্রহন করা হয়। পরবর্তীতে তার নমুনা হবিগঞ্জ প্রেরণ করা হয় সেখান থেকে সিলেট থেকে বুধবার রাতে জানানো হয় ওই মহিলার করোনার সনাক্ত হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল হোসেন, জানান খবর পেয়ে তার বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে সতর্ক করা হয়েছে। এবং তার বাড়িটি লকডাউন করা হয়েছে, তবে কি ভাবে সে করোনায় আক্রান্ত হয়েছে সে বিষয়ে জানা যায়নি ধারণা করা হচ্ছে সে কোথাও, ত্রান আনতে গিয়েছিল সেখান থেকে করোনায় আক্রান্ত হয়েছে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics