সময়কাল ডেস্ক :চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীতে পাথরের বাঁধে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় অন্যদের উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন এক যাত্রী।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাট ওয়াটার বাস টার্মিনাল এলাকায় এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম ফাহিম আল ফারুক। তিনি গার্মেন্টস কারখানার কর্মকর্তা। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তিন ডুবুরি তল্লাশি চালাচ্ছেন। কোস্টগার্ডের টিমও ঘটনাস্থলে রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর কর্মকর্তা সোমেন বড়ুয়া জানান, ১২ নম্বর ঘাটের কাছেই পাড়ের ভাঙন রোধে দেওয়া পাথরের বাঁধে ধাক্কা লেগে নৌকাটি উল্টে গেছে। এসময় ১০-১২ যাত্রী ছিল ওই নৌকায়।
ডুবে যাওয়ার পর অসুস্থ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় অন্যরা সুস্থ আছেন।
এ ঘটনায় ফাহিম আল ফারুক নামের এক যুবক নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা। তবে ঘটনার পর ডুবে যাওয়া নৌকাটি ভেসে উঠেছে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics