কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের ভালুকায় নিজ ঘর থেকে নব হিন্দু দম্পত্তির রহস্যজনক মৃত্যুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
নিহতরা হলেন উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামের ভরতচন্দ্র মন্ডলের কন্যা সোহাগী রাণী মন্ডল (২২) ও তার স্বামী ঝিনাইদহ জেলার শৈলকূপার ভবানীপুর ডিহি কবড়ী গ্রামের কোমল কুমার রায়ের পুত্র দিপুল কুমার রায়(৩১)।
সরেজমিন গেলে নিহত সোহাগীর চাচাতো ভাই লিপু জানান,সকালে আপু ও দুলাভাইয়ের ঘুম না ভাঙলে ডাকাডাকির এক পর্যায়ে তাদের ঘুম না ভাঙলে দরজা ধাক্কাধাক্কি করে ভিতরে প্রবেশ করে দেখি দুলা ভাই ঘরের ডাবের সাথে ঝুলে আছে এবং আপু বেডে শুয়ে আছে।উভয় মৃত এবং পূজাতে বেড়াতে এসেছিল। এই দম্পত্তির প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, পরিবারের লোকজন লাশ উদ্ধার করে পুলিশ কে খবর দেয়। ময়নাতদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics