কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হয়ে দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া -০৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথিরর বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ নূর এ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু,উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ সহ প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি বৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics