সময়কাল নিউজ
সময়কাল নিউজ

কুষ্টিয়ায় ৭টি স্বর্ণের বার সহ আটক এক

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী বাজারে একটি যাত্রীবাহি বাস তল্লাসী করে ৭টি স্বর্ণের বার (ওজন ৭’শ গ্রাম) সহ মোঃ রিপন নামের এক সোনা চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি।

কুষ্টিয়া বিজিবির ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোড় ৫ টার সময় ঢাকা থেকে মেহেরপুরগামী জেআর পরিবহনের একটি গাড়ীতে তল্লাসী চালিয়ে রিপনের দেহ থেকে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ৭টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন ৭শ গ্রাম।
রিপনকে গ্রেফতার করে বিজিবি ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ক্যাম্পে আনা হয়।

জানা যায়, স্বর্ণের বার ভারতে পাচাঁর করা হচ্ছিল। সোনা চোরাকারবারির মামলায় রিপনকে কুষ্টিয়া আদালতে প্রেরণ করা হয়েছে। রিপন টাংগাইল জেলার খোরশেদ আলমের পুত্র। সে দীর্ঘদিন ধরে সোনা চোরাকারবারি করে আসছিল।

সময়কাল নিউজ