সময়কাল ডেস্ক :ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের চতুর্থ ম্যাচে সন্ধ্যায় ক্রিস গেইলদের পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়েলস।
মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইপিএলের উদ্বোধনী আসরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম শিরোপা জিতে নেয় রাজস্থান রয়েলস। এরপর গত ১২ আসরে শিরোপা জয় তো দূরে থাক, ফাইনালেও উঠতে পারেনি দলটি।
অন্যদিকে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস এখনও শিরোর স্বাদ পায়নি। ২০১৪ সালে ফাইনালে উঠলেও শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। এতদিন কিংস ইলেভেন পাঞ্জাব নামে খেলা দলটি এবার নাম পরিবর্তন করে পাঞ্জাব কিংস হয়েছে। মালিকানা সেই আগের মতো ভারতীয় হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা প্রীতি জিনতাই থাকছেন।
রাজস্থান ও পাঞ্জাবের কম্বিনেশন প্রায় সেম। তারকাদের মধ্যে রাজস্থান রয়েলসে আছেন সাঞ্জু স্যামসন, শুভম দুবে, জস বাটলার, বেন স্টোকস, ডেভিড মিলার, ক্রিস মরিস, মোস্তাফিজুর রহমান ও কুলদীপ যাদবরা।
পাঞ্জাব কিংসে আছেন ক্রিস গেইল, লোকেশ রাহুল, নিকোলাস পুরান, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খান, ডেভিড মালান, মোহাম্মদ সামি ও ক্রিস জর্ডানের মতো তারকারা।
আইপিএলের গত আসরগুলোতে ২১ ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব-রাজস্থান। অতীতের দেখায় ১২ ম্যাচে জিতেছে রাজস্থান আর ৯ ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব।
পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের দলীয় সর্বোচ্চ স্কোর ২২৬ আর। রাজস্থানের বিপক্ষে পাঞ্জাবের সর্বোচ্চ ২২৩ রান।
রাজস্থানের সম্ভাব্য একাদশ: বেন স্টোকস, সাঞ্জু স্যামসন, শুভম দুবে, জস বাটলার, বেন স্টোকস, ডেভিড মিলার, ক্রিস মরিস, আন্দ্রে টাই, মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব ও রায়ান পরাগ/স্রেয়াশ গোপাল।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, নিকোলাস পুরান, সরফরাজ খান, ডেভিড মালান, মোহাম্মদ সামি, ক্রিস জর্ডান, দিপক হুদা ও ফ্যাবিয়ান অ্যালান।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics