সময়কাল ডেস্ক :কোপা আমেরিকায় আগামীকাল শনিবারের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মেসি ও সুয়ারেজের দল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দল আর্জেন্টিনা ও উরুগুয়ের ম্যাচ।
কোপা আমেরিকার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। আর ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসরে ড্রয়ের হতাশা দিয়ে শুরু আলবিসেলেস্তাদের। বিপরীতে এটিই প্রথম ম্যাচ উরুগুয়ের।
এই ম্যাচে জয় দিয়ে চিলির বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশা কাটাতে চান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে বন্ধুত্ব ভুলে জয় দিয়ে আসর শুরু করতে চান উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
দু’দলের মুখোমুখি ১৯৪ লড়াইয়ে ৮৯টিতে জয় আর্জেন্টিনার। বিপরীতে ৫৯টিতে জিতেছে উরুগুয়ে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics