সময়কাল নিউজ
সময়কাল নিউজ

খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে করোনা ইউনিট চালু হচ্ছে

খান রাজু, খুলনা প্রতিনিধিঃ খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ বেডের করোনা ইউনিট চালু হচ্ছে। আগামীকাল শনিবার করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা বাড়াতে রোগী ভর্তির মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের গত ২৯ জুনের এক চিঠিতে ২৫০ শয্যাবিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালুর নির্দেশ দেয়া হয় এবং জানানো হয় বুধবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে সব বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের উত্তর পাশের জরুরি বিভাগসংলগ্ন প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের ২০টি ও ফিজিক্যাল মেডিসিনি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৫টি বেড স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। ৩৫টি বেড ছাড়াও চতুর্থ তলার আইসিইউ বিভাগের ১০টি বেডও করোনার রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আইসিইউর ১০টিসহ মোট ৪৫টি বেডে রোগী ভর্তি করা হবে। নিচ তলা থেকে রোগীদের চতুর্থ তলার আইসিইউতে নেয়ার জন্যও ব্যবহার করা হবে পৃথক লিফট। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, শনিবার সকাল ৮টা থেকে করোনা রোগী ভর্তির মধ্য দিয়ে আবু নাসের হাসপাতালে করোনা ইউনিটের যাত্রা শুরু হবে। এ ইউনিটে ৩৫টি জেনারেল ও ১০টি আইসিইউ বেডে করোনা রোগীরা ভর্তি হতে পারবেন। বাই রোটেশন তিন শিফটে রোগীদের সেবা দেয়া হবে। প্রতি শিফটে ২ জন করে চিকিৎসক ও ১০ জন নার্স দায়িত্ব পালন করবেন। খুলনা মেডিক্যালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৩০ বেড, খুলনা জেনারেল হাসপাতালের ৭০ বেড, বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালে ১২০ বেড ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ বেড মিলিয়ে ৩৬৫ বেডে করোনা রোগীরা সেবা নিতে পারবেন।

সময়কাল নিউজ