এম,এ,সাঈদ চৌধুরী মামুন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামা-আত সংরক্ষণ পরিষদ এর আয়োজনে, আজ ১৯ই অক্টোবর সকাল ১১ঘটিকায় চান্দুরা ডাকবাংলা হইতে অনুমান ২হাজার ইসরাইল বিরোধী মুমিন মুসলমানসহ সর্বশ্রেণীর জনগন দীর্ঘ ৩কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা কার্যালয়ের সম্মুখে এসে জমায়েত হয়ে। এতে আল্লামা জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মুফতি এনামুল হক বাসারীর পরিচালনায়, হাঃ মুবাশ্বির হুসাইন এর কুরআন তেলাওয়াত এর মাধ্যমে বক্তব্য রাখেন, মাওঃ আবুল কালাম আজাদ, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ আশরাফ আলী হরষপুরী, মাওঃ আঃ মুকিত, মুফতী এনামুল হক, মুফতী আমিনুল ইসলাম হাসেমী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ব্যভিচার দখলী ইসরাইল সন্ত্রাসীরা, নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত ও শিশু হত্যা, হাসপাতালে বোমা বর্ষণসহ নির্মম কান্ডের ও নিজ ভূমি থেকে বিতাড়িত করার ঘৃণ্যতম আক্রমণের প্রতিবাদে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের উপর দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল এর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে আজ আমরা রাজপথে। অবিলম্বে এ হামলা বন্ধ করার দাবী জানিয়ে বলেন, ‘আল আকসা মুসলমানের প্রথম কেবলা। আল আকসা মুসলমানদের পূণ্য ভূমি। আল আকসা মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। দীর্ঘ প্রায় আট দশক ধরে দখলদার ইসরায়েল গাজা দখল করে, হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। ইসরায়েলকে সহায়তা করছে পশ্চিমা গোষ্ঠী। পশ্চিমারা ইসরাইলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত ইসরায়েলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। এমন হত্যাকান্ড মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে ভিসা টিকেট এর ব্যবস্থা করুন, আমরা ফিলিস্তিনিদের পাশে থেকে যুদ্ধে শহীদ হব। এ সময় হিটলারের ইসরাইলি ইহুদিদেরকে গণহত্যা সঠিক ছিল বলে দাবি করেন এবং বিভিন্ন হুশিয়ারের মাধ্যম ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে বিশ্ব সন্ত্রাসী, বেহায়া, নির্লজ্জ কুলাঙ্গার আখ্যা দিয়ে তার প্রিন্টিং ছবির উপর থুতুসহ জুতা পেটা করে ইসরাইলী পতাকাসহ আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান উপস্থিত সকলে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics