সময়কাল নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
রোববার দিনের শুরুর দিকে ইসরাইল গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা চালায়। খবর সাফা নিউজ এজেন্সির।
হামলায় শরণার্থী শিবিরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরাইলের দাবি, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট তৈরির কারখানা, একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি সুড়ঙ্গ পথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
ইসরাইলি বাহিনী বরাবরের মতো দাবি করেছে, গাজা থেকে দুটি রকেট ছোড়ার পর তারা বিমান হামলা চালায়।
গত কয়েক দিন ধরে ইসরাইলি বাহিনী গাজার ওপর দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে। ইসরাইলের কুখ্যাত গিলবাও কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালিয়ে যাওয়ার পর থেকে নতুন করে এ হামলা শুরু করে ইহুদিবাদী দেশটি।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics