সময়কাল নিউজ
সময়কাল নিউজ

গ্রানাদাকে হারিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল

সময়কাল ডেস্ক :গ্রানাদাকে উড়িয়ে দিয়ে লিগ রেসে টিকে রইল রিয়াল মাদ্রিদ। ৩৬ তম রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে জিদানের দল।

৪-৩-৩ ফর্মেশনে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের ঝড় তোলে লস ব্লাঙ্কোস। ১৭ মিনিটে গ্রানাদা গোলরক্ষক রুই সিলভাকে বোকা বানিয়ে গোল করেন লুকা মদ্রিচ। এরপর ৪৫, ৭৫ ও ৭৬ মিনিটে মাদ্রিদের হয়ে তিন গোল করেন রদ্রিগো, ওদ্রিওসো আর করিম বেনজেমা। মাঝে ৭১ মিনিটে গ্রানাদার হয়ে এক গোল শোধ দেন জর্জ মলিনা। ফলাফল ৪-১ গোলের দাপুটে জয় মাদ্রিদের।
এই নিয়ে ১৬তম ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন জিদান। ৩৬ রাউন্ড শেষে রিয়ালের ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। আর ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ।

সময়কাল নিউজ