মোঃ আল-মামুন খান : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নূর নবী (সাঃ) যুব সংগঠনের উদ্যোগে ৪র্থ বারের মতো দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। নূর নবী যুব সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন, এই সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই আয়োজন করা হয়। এই সংগঠনের বেশির ভাগ সদস্যই প্রবাসী, তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় প্রতিবছরের ন্যায় এবারও দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকালে শাহজাদাপুর দৌলত খাঁ মার্কেট সংলগ্ন মাঠে পীরজাদা সোহেল আব্দালের সভাপতিত্বে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহদাত হোসেন টিটো। সরাইল থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) কর্মকর্তা নুরুল হক। সমাজকর্মী মোঃ রওশন আলী। আরো উপস্থিত ছিলেন শাহজাদাপুর নূর নবী (সাঃ) সংগঠনের সভাপতি মোঃ তৌহিদ পাঠান। সমাজ কল্যাণ সম্পাদক বাবুল মিয়া প্রমূখ। এসময় সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহদাত হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল হক কে দাঙ্গামুক্ত সরাইল গড়ার মহতি উদ্যোগের জন্য সম্মাননা প্রদান করা হয়। পরে অতিথিরা দুস্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। বক্তারা এই সময় এমন একটি উদ্যোগের জন্য আয়োজকদের সাধুবাদ জানান।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics