সময়কাল ডেস্ক :চট্টগ্রাম শহরের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) পাশে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছেন পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) এক বৃদ্ধা।
মঙ্গলবার ভোর ৪টার দিকে ‘সি’ ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত বৃদ্ধার নাম নওশা (৮০)। তিনি ‘সি’ ইপিজেডের বস্তির বাসিন্দা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে ‘সি’ ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে নওশা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) ছিলেন। তাই ওই সময় তিনি ঘর থেকে বের হতে পারেননি।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।সূত্র যুগান্তর
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics