সময়কাল ডেস্ক :
চট্টগ্রামের ময়লাবাহীগাড়ির ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম কুলসুম বেগম (২৪)।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ডবলমুরিং চৌমুহনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম বেগম ডবলমুরিং পান্নাপাড়া এলাকার মো. ইদ্রিস মিয়ার স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিকশায় কারখানায় কাজে যাওয়ার পথে সিটি কর্পোরেশনের একটি ময়লাবাহী গাড়ি কুলসুম বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics