সময়কাল নিউজ ডেস্ক : চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই শহর ও আশপাশের এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে বিমান, ট্রেন ও নৌপথের চলাচলও।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বলে জানিয়েছে সাংহাই কর্তৃপক্ষ।
আবহাওয়া অফিস রোববার সন্ধ্যায় সুপার টাইফুন আঘাত হানার পূর্বাভাস দিয়েছিল। কিন্তু শঙ্কা এখনো কাটেনি।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানথুর সতর্কতায় সাংহাইয়ের কাছে ঝেজিয়াং প্রদেশে রোববার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রদেশের কিছু শহরে রেলসেবা ও ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্কুলগুলো আপাতত না খোলার নির্দেশনাও দেওয়া হয়েছে। বন্যা সতর্কতা জারি রয়েছে ঝেজিয়াংয়ের নয়টি জেলায়।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics