সময়কাল ডেস্ক :
স্বেচ্ছায় জঙ্গিরা আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন রাজশাহীর র্যাব ৫-এর অধিনায়ক পরিচালক লে. কর্নেল আবদুল মোত্তাকিম।
বুধবার দুপুরে নগরীর মোল্লাপাড়ায় র্যাব ৫-এর সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।
র্যাব অধিনায়ক বলেন, গত এক বছরে রাজশাহী অঞ্চল থেকে ৫৫ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কেউ যদি নিজের ভুল বুঝতে পারে ও অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তা হলে র্যা বের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি তাদের সম্মানজনক কর্মসংস্থানের জন্যও সহায়তা করবে র্যা ব।
মতবিনিময়সভায় র্যাব অধিনায়ক আরও জানান, গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযানে ৯১টি অবৈধ আগ্নেয়াস্ত্র ২১৯ রাউন্ড গুলি, ৭৬টি ম্যাগাজিন, সাড়ে ৫৭ কেজি হেরোইন, ১১ কেজি ৬০০ গ্রাম আফিম, ৩৮ হাজার ৪৮৭ বোতল ফেনসিডিল, এক লাখ ৮৯ হাজার ৯৯১ টিইয়াবাবড়ি ও ৪১৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে।
র্যাবের সার্বিক এসব অভিযানে চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী, ভুয়া ডাক্তার, চাঞ্চল্যকর পলাতক আসামিসহ তিন হাজার ৭১ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনে পদক্ষেপ নিয়েছে র্যাব।
এদিকে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ১-১১ জানুয়ারি পর্যন্ত র্যা ব সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ সময় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান ও দুস্থদের মাঝে কম্বল বিতরণসহ দরিদ্র শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন র্যাব অধিনায়ক।
সূত্র যুগান্তর
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics