এম বাদল খন্দকার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
জামাত-বিএনপির অগ্নি -সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে এক বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করছে সরাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে গতকাল বরিবার, ২৯ শে অক্টোবর, বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর সরাইল সদর অন্নদা স্কুল মোড় এলাকার মদিনা সুপার মার্কেটের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাবেক সদস্য জয়নাল উদ্দিন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সাংসদ-৩১২ ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এড. আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাব্বি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা বেলায়েত হোসেন (মিল্লাত), জেলা মৎস্যজীবী লীগের নেতা সেলিম খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিন খান, যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মিয়া প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক কায়কোবাদ, নোয়াগাও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শেখ মুছলে উদ্দিন হেলাল, পানিশ্বর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, অরুয়াইল ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজি আবু তালেব, কালীকচ্ছ ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজি মুজিবুর রহমান, সাধারন সম্পাদক ইসমাইল খান,পাকশিমুল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আহাদ,যুবলীগ নেতা সৈয়দ কাউছার আহমেদ ও জাহিদুল ইসলাম জাদন প্রমুখ।
এ সময় পথসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics