সময়কাল নিউজ
সময়কাল নিউজ

জেলা প্রশাসক ও সাংবাদিক মনির দম্পতিসহ করোনাক্রান্তদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক দোয়া মাহফিল গতকাল (১ আগস্ট) রোববার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

করোনা মহামারি থেকে মুক্তি, শোকাবহ আগস্ট ও রোগমুক্তি কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

করোনা সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। প্রভাব পড়েছে বাংলাদেশেও। দিনকে দিন ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ছে করোনা রোগী। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন ও তাঁর পরিবার, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো. মনির হোসেন ও তাঁর স্ত্রী কবি রোকেয়া দস্তগীর, মাংবাদিক ইউনিয়নের প্রাথমিক সদস্য আরিফুর রহমান আরিফ করোনায় আক্রান্ত। সিনিয়র সাংবাদিক ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলমের সহধর্মিনী ক্যান্সার আক্রান্ত। সার্বিক এ পরিস্থিতিতে তাঁদের সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শোকাহত আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্টে ঘাতকদের হাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংগঠনের যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন।

বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহজাহান সাজু, মো. মুজিবুর রহমান, মো. শফিকুল ইসলাম, সুমন রায়, বাহাদুর আলম প্রমুখ।

দোয়া পরিচালনা করেন সাবেক কোর্ট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।

সময়কাল নিউজ