সময়কাল ডেস্ক :টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভপুর) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য তিনি। তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনাও করোনায় আক্রান্ত হয়েছেন। একই পরিস্থিতির শিকার মেহেরপুরের পুলিশ সুপার (এমপি) এসএম মুরাদ আলী।
৭ ফেব্রুয়ারি পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও ২ মার্চ তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা সুনামগঞ্জ সদর হাসপাতালে কোভিড-১৯ টিকা নেন। এরপর করোনা টেস্ট করালে ১৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় এ দম্পতির রিপোর্ট পজিটিভ আসে। শনিবার যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করে এমপি মিসবাহ বলেন, ১৭ মার্চ সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে করোনা টেস্টের জন্য আমি ও আমার স্ত্রী দু’জনের নমুনা দেয়া হয়।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics