সময়কাল স্পোর্টস ডেস্ক: অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসা নিয়ে যে দোলাচল ছিল সেটির অবসান ঘটল। অবশেষে ২০১৭ সালের পর এই প্রথম ঢাকা সফরে আসছে অজিরা। চলতি বছরের শেষ দিকে হবে কাঙিক্ষত এই সফর।
এই সফরে শুধু টি-টোয়েন্টি খেলবে অজিরা। সফরটিতে কোনো টেস্ট থাকছে না। বুধবার এমন খবর জানিয়েছে ক্রিকইনফো।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics