সময়কাল স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানের। তার সঙ্গে বিশাল উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। তবে শীর্ষ অবস্থান হারিয়েছেন সাকিব আল হাসান।
বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এ পরিবর্তন দেখা যায়।
প্রকাশিত বোলার র্যাঙ্কিংয়ে দেখা যায়, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন।
অন্যদিকে অলরাউন্ডার র্যাঙ্কিয়ে সাকিব আল হাসান শীর্ষ এক নম্বর থেকে দুইয়ে নেমে গেছেন। শীর্ষে উঠেছেন আফগানিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ নবী।
অলরাউন্ডার র্যাকিংয়ে সাকিব ১৬ রেটিং পয়েন্ট হারিয়েছেন। তার রেটিং পয়েন্ট ২৭৫। শীর্ষে উঠে যাওয়া আফগান অলরাউন্ডার নবির সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি, ২৮৫। এই র্যাকিংয়ে ১০ নম্বরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে টি-টোয়েন্টি বোলিং র্যাকিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। নিউজিল্যন্ডের বিপক্ষে সিরিজসেরা হওয়া নাসুম ২৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ১৫ নম্বরে।
৯১তম স্থানে ছিলেন অফ স্পিনার মেহেদী হাসান। শেষ ম্যাচের আগেই ২৪তম স্থানে উঠেছিলেন তিনি। সিরিজ শেষে আরও এগিয়ে এখন ২০ নম্বরে আছেন মেহেদী।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন মোহাম্মদ নাঈম। একই রকম উন্নতি হয়েছে মাহমুদউল্লাহরও, বাংলাদেশ অধিনায়ক উঠে এসেছেন ২৯-এ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ নেই বাংলাদেশের কেউ।
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের ডেভিড মালান। বোলারদের এক নম্বর জায়গাটা দক্ষিণ আফ্রিকান স্পিনার তাব্রাইজ শামসির।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics