সময়কাল ডেস্ক : চিলির বিপক্ষে কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। এই ড্রয়ের পর অধিনায়ক লিওনেল মেসি প্রশ্ন তুলেছেন নিল্তন সান্তোসের মাঠ নিয়ে। মেসিকে সায় দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। চিলির বিপক্ষে ড্রয়ের পর তিনি জানিয়েছেন, এই মাঠ অন্য খেলার জন্য উপযোগী, ফুটবলের জন্য নয়।
শুধু এই মাঠ না, স্কালোনির কাছে এবারের কোপার বাকি মাঠগুলোর অবস্থাও সুবিধার না। মাঠের সমালোচনা করে তিনি বলেন, ‘এই মাঠে ১০ মিনিট পর আর খেলার উপযোগী ছিল না। এটি ফুটবলের জন্য না , অন্য খেলার জন্য। শুধু এই মাঠ নয়, কোপার বাকি মাঠগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়’।
আক্রমণাত্মক কৌশলে ম্যাচের প্রায় পুরোটা সময়ই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তারা যা একটু ছন্দ হারায় দ্বিতীয়ার্ধের শুরুর ভাগে, আর ওখানেই মহামূল্যবান গোলটা আদায় করে নেয় চিলি। এরপর একের পর এক সুযোগ হাতছাড়া করেছে স্কালোনির শিষ্যরা।
ম্যাচ শেষে ৩ পয়েন্ট না পাওয়ার কারণ জানিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘ চিলির পেনাল্টির সময়ে ছেলেরা পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি’।
পয়েন্ট হারালেও নিজের শিষ্যদের খেলায় খুশি স্কালোনি। মেসিদের পারফরম্যান্সে আশার বাণী শুনিয়েছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, আমরা প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার হানা দিয়েছিলাম, কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত গোল দিতে পারেনি মেসিরা।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics