সময়কাল খেলাধূলা ডেস্ক:
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ২০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার নিকট ২২৯ রানের বিশাল ব্যবধানে হারল বর্তমান চ্যাম্পিয়ন ও এবারের আসরের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করে হেনরিকের ৮৫,ডোসেনের ৬০,মরকরামের ৪২,ক্লাসেনের ১০৯ ও মার্কো জনসেনের ৭৫ রানের উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৩৯৯ রানের পাহাড় গড়ে তুলে। ইংল্যান্ডের হয়ে টপলি ৩টি,আদিল রশিদ ও এটকিনসন ২টি করে উইকেট লাভ করেন। জবাবে শক্তিশালী ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বোলিং তোপের মূখে পড়ে মাত্র ১৭০ রানে অল আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার পক্ষে কোয়েটজি ৩টি,লুঙ্গি এনজিডি ও মার্কো জনসেন ২টি এবং রাবাদা ও মহারাজ ১টি করে উইকেট পান। দক্ষিণ আফ্রিকার হেনরি ক্লাসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics