বিশেষ প্রতিনিধি : বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০০০/২০০১ সালের ব্যাচদের নিয়ে গঠিত “দিগন্ত ফ্রেন্ডস ক্লাব” এর উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন পরিবারদের মাঝে ৩৮৫ পরিবারকে সংগঠনের সবার সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা গত দুই দিন যাবৎ নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে “চাইল্ডহোড মডেল স্কুল” ( কিন্ডারগার্টেন) প্যাকেজিং এর কাজ করে গতকাল ও আজ দিনব্যাপী বিভিন্ন গ্রামে সংগঠনের সদস্যরা এই ত্রান বাড়ি বাড়ি পৌছেদেন।
দাড়িয়াপুর ১০০, বুল্লা ১০০,পাঁচগাও ৭৫,সোনামুড়া ১০, নিদারাবাদ গ্রাম ও দেওয়ান বাজার ১০০ প্যাকেট গরিব, অসহায়, নিম্ম আয়ের মানুষ,দৈনিক আয়ের ভিত্তিতে চলে কর্মহীন মানুষদের মাঝে ত্রান বিতরণ করা হয়।
এই বিতরণে উপস্থিত ছিল ও সার্বিক দায়িত্বে ছিল সভাপতি মোঃহাবিবুর রহমান (বি,এস,সি) ,সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম খাঁন, ত্রান ব্যবস্থা উপ-কমিটির আহবায়ক মোঃ জিয়াউল ইসলাম,মোঃ এনামুল হক মামুন,মোঃ ফখরুদ্দিন, কাজী নজরুল ইসলাম,মোঃ সফিকুর ইসলাম,মোঃ মাহমুদুল হাসান,আনোয়ার হোসেন,উসমান গণি,মোঃ রফিকুর ইসলাম,মোঃ ফারুক আহাম্মদে,আব্দুল জলিল।এবং দিগন্ত ফ্রেন্ডস ক্লাবের প্রবাসী সদস্যরা হল মোঃ আক্তার হোসেন, মোঃ কাউছার আহাম্মদে, ইনঞ্জিনিয়ার মোঃ আব্দুর রহিম, মোঃ আতিকুল ইসলাম খন্দকার,মোঃলুৎফর রহমান,মোঃ আশেকুর রহমান।
বিতরণ কালে সংগঠনের সদস্যরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আমরা নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০০০ /২০০১ সালের ব্যাচ। আমরা আজ সবাই যার যার কর্মস্থলে ব্যস্ত।এই ব্যস্ততার পরেও বর্তমান দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন মানুষদের পাশে দাড়ানো চেষ্টা করেছি।আমরা চাই আমাদের পাড়া প্রতিবেশী খাদ্যসংকটের যেন না থাকে।সবাইকে সরকারের নিয়ম মেনে কিছু দিন বাসায় অবস্থা করার অনুরুধ করেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics