সময়কাল নিউজ ডেস্ক :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ১৮৯ জনের মৃত্যু হলো।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনে।
এ নিয়ে দেশে টানা ১৪ দিন করোনায় আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তির মৃত্যু দেখল বাংলাদেশ। এর আগে শুক্রবার (৯ জুলাই) ২১২ জনের মৃত্যু হয়। যা দেশে এক দিনে সর্বোচ্চ রেকর্ড মৃত্যু। আর বৃহস্পতিবার মারা যান ১৯৯ জন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics