সময়কাল ডেস্ক :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৪৬৬ জনের মৃত্যু হলো।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত প্রায় তিন হাজার ৫৫ জন মানুষ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮.০২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৬৪টি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics