সময়কাল নিউজ
সময়কাল নিউজ

দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

সময়কাল ডেস্ক :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ৫৩ জনের মৃত্যু হলো।

শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৪ হাজার ৩৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে আট লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।

এর আগে শুক্রবার (২৫ জুন) দেশে করোনায় রেকর্ড ১০৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এছাড়া আরও ৫ হাজার ৮৬৯ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

সময়কাল নিউজ