সময়কাল নিউজ ডেস্ক : দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৯৪ জন।
এ নিয়ে দেশে টানা চতুর্থদিন করোনায় ১০০ জনের কম মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হলো ২৬ হাজার ১৯৫ জনের।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১৮ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics