সময়কাল ডেস্ক: দেশে গত কয়েকদিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মঙ্গলবার আরও কমেছে। সেই সঙ্গে কমেছে নমুনা পরীক্ষা তুলনায় শনাক্তের হারও।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ২২৮ জনের।
এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে।
গতকাল সোমবার করোনায় দেশে ৯৭ জনের মৃত্যু ও ৩ হাজার ৩০৬ জন আকান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগের দিন রোববার ১০১ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ২ হাজার ৯২২ জন। সে তুলনায় আজ মৃত্যু ও শনাক্তের সংখ্যা দুটোই কম।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics