সময়কাল ডেস্ক :দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টা ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে ১২ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় ছিল ২২ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন এক হাজার ২৯২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৬৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ৩৬ হাজার ২২১ জন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics