সময়কাল ডেস্ক :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন মারা গেছেন। এ পর্যন্ত দেশে ১২ হাজার ৬৬০ জনের জনের মৃত্যু হলো।
এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৫ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২ হাজার ৩০৫ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ৯.৬৭ শতাংশ।
এর আগে সোমবার করোনায় ৩৬ জনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৭১০ জন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics