সময়কাল ডেস্ক :মিয়ানমারের শান্তিপূর্ণ বিক্ষোভে গত সাত সপ্তাহ ধরে চালানো ধরপাকড়ের পক্ষে সাফাই গেয়েছে দেশটির সেনাবাহিনী।
বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ২৬০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার জান্তা সরকার বলছে, বিক্ষোভের নামে কোনো ধরণের নৈরাজ্য সহ্য করা হবে না।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
গত পহেলা ফেব্রুয়ারি বেসামরিক নেতা অং সান সু চিকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণে নেয় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনী।
রাজধানী নেপিডোতে জান্তা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জু মিন তুন বলেন, বিক্ষোভে ১৬০ জনের কম নিহত হয়েছেন। আমি মর্মাহত, কারণ এই সহিংস সন্ত্রাসী লোকজন—যারা মারা গেছেন—তারা আমাদের দেশের নাগরিক।
তিনি বলেন, আমরা নৈরাজ্যের বিরুদ্ধে ধরপাকড় চালিয়েছে। বিশ্বের কোন দেশ নৈরাজ্য সহ্য করবে?
বিক্ষোভে নয় পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানান তিনি।
প্রতিদিনই পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের প্রাণ যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গণ থেকে নানা নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারের জান্তাবাহিনীকে ক্ষমতা ছেড়ে দিতে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে।
এদিকে জান্তাবাহিনী দেশজুড়ে চলমান বিশৃঙ্খলার জন্য বিক্ষোভকারীদের দায়ী করছে। বলছে, অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরাই দেশজুড়ে বিশৃঙ্খখার সৃষ্টি এবং সম্পদের ক্ষয়ক্ষতি করছে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics