সময়কাল বিনোদন ডেস্ক : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চীনা-কানাডীয় র্যাপার ও গায়ক ক্রিস উ ইফান।
আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনার পরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আইনজীবীদের বরাত দিয়ে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
ইফানে বিরুদ্ধে অভিযোগ, তিনি মাতাল অবস্থায় এক তরুণীকে ধর্ষণ করেন। এছাড়া তরুণীদের তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে প্রলুব্ধ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ক্রিস উ চীনের গুয়াংঝু আর কানাডার ভ্যাঙ্কুভারে বেড়ে উঠেছেন প্রভাবশালী এই তারকা। তার বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল।
৩০ বছর বয়সী ইফানকে গত জুলাইয়ের শেষ দিকে আটক করে পুলিশ। এবার তাকে গ্রেপ্তার দেখানো হলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে পোস্ট করে তারকা ইফানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী।তিনি ছাড়াও আরও কয়েকজন নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন র্যাপার ও গায়ক ক্রিস উ ইফান।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics